AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে অবৈধ ব্রিক ফিল্ডে অভিযান, জরিমানা


Ekushey Sangbad
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি
০৯:১১ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
ঝালকাঠিতে অবৈধ ব্রিক ফিল্ডে অভিযান, জরিমানা

ঝালকাঠি জেলার রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামে অবৈধ সেভেন স্টার ব্রিক ফিল্ড ধ্বংস করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়তাদেরকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১০১ নং পশ্চিম কানুদাসকাঠির কাচারী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেভেন স্টার ব্রিক ফিল্ড  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তখন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধন২০১৯)-এর ধারা ৪ ও ৫ লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও রাহুল চন্দ জানান, অবৈধ সেভেন স্টার ব্রিক ফিল্ডের লাইসেন্সসহ অন্য কোনো অনুমোদন না থাকায় ইটভাটা বন্ধ করে ভাটার চুল্লি ভেঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, এপিবিএন ও পুলিশ অংশ নেয়। তাদের এক লাখ দৃষ্টামূলক জরিমানা করা হয়েছে। এ উপজেলায় আরো যে কয়টি ইটভাটা রয়েছে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় অভিযান চারিয়ে তাও বন্ধ করা হবে।

এসময় জেলা আর্মড পুলিশ, রাজাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!