ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের আযোজনে এতিম, বিধবা ও হতদরিদ্র ৪৫০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে ট্রাস্টের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় দেওয়ানগঞ্জ বাজারে ট্রাস্ট কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাওলানা মোঃ সোহাগ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সমাজসেবক ও রাজনীতিবিদ শেখ মাহমুদ হোসেন, শিক্ষক ও বিএনপি নেতা মিসবাহ উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন বাচ্চু, মাওলানা তারেক জামিল, যুবদল নেতা হাছান মাহমুদ বাবুল প্রমূখ।
মো: ওয়ালী উল্লাহ্ তার বক্তব্যে বলেন, এই তীব্র শীতে গরীব ও অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেজন্য আজ ৪৫০ জন এতিম, বিধবা ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। শীত নিবারণ ও তাদের মুখে হাঁসি ফুটানোই আমাদের লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :