AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা


খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা

খুলনা বিভাগের ১০ জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পরিচালিত এই অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, ক্রয় ভাউচার যাচাই এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।


যশোরের কেশবপুর বাজারে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা মহানগরের রূপসা ট্রাফিক মোড়ে ৯ হাজার, যশোরের চিনেটুলা বাজারে ৮ হাজার, এবং কুষ্টিয়ার কাবুরহাটে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


মাগুরার পুরাতন বাজারে ৮ হাজার, ঝিনাইদহের হাটগোলাপুর বাজারে ২০ হাজার, মেহেরপুরের সদর বাজারে ৩০ হাজার, সাতক্ষীরার পলাশপোল বাজারে ৬ হাজার, বাগেরহাটের ফকিরহাট ও সদর বাজারে ৫ হাজার, এবং নড়াইলের মাইজপাড়া বাজারে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য করেন এবং ক্রেতাদের অধিকার নিশ্চিত করতে সচেতনতা তৈরি করেন। আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তির হুশিয়ারি দেওয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত এই ধরনের অভিযান বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।


একুশে সংবাদ////র.ন

Link copied!