"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ`র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তানমিন ঊর্মি, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, সমবায় অফিসার আতাউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিডি ক্লিন গাজীপুর শাখার প্রতিনিধি, রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, সামাজিক সংগঠের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধি, জুলাই বিপ্লবে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আনাদোলনের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
তারুণ্যের উৎসব কিভাবে সুন্দর ও জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা যায় সভায় সে বিষয়ে আগত অতিথিদের নিকট হতে মতামত নেয়া হয় এবং বিস্তারিত আলোচনা হয়।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :