মোংলায় সড়ক দুর্ঘটনার দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। আহত দুইজন খুলনায় এবং দুইজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মোংলার সোনাইলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২) বছর। নিহত রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখ এর ছেলে। নিহত অন্যজন দিদার মোল্ল্যা খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে আসা একটি টলি গাড়ি (নসিমন) গেল রাত ২ টার সময় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এসময় টলিটি উল্টে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে মোংলায় হাসপাতালে আনার সময় আরও একজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন জানান, বৃহস্পতিবার ভোরে আহত চারজনকে স্থানীয় জনতা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে, একজন হাসপাতালে আসার আগে মারা যান। বাকি দুইজনের মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এরপর আহত একজন নিজেই সকাল ৯ টায় হাসপাতালে আসেন। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :