গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে কৃষক দল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খন্ড (আনসার রোড) এলাকায় মেঘনা ডেনিম লিমিটেড কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রীপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড বিএিনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল-আমীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল-আমীন (৩০), শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা (২৫), আবু সামাদ (৪৫), গুলজার হোসেন (৩৮), উজ্জ্বল (২০) এবং সাফায়েত (২২), ওয়ার্ড বিএিনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পক্ষের রিয়েল (২৭) এবং জাকির মন্ডল (২৫)। গুরুতর আহত আল-আমীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ইমরান মৃধাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আহত অন্যান্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
পৌর যুবদলের সদস্য আল-আমীন জানান, সরকার পরিবর্তনের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান, শ্রীপুর পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড বিএিনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে মেঘনা ডেনিম লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলে নেয়। বুধবার বিকেলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা ব্যাক্তিগত কাজে আনসার রোড এলাকায় যায়। স্থানীয় মেঘনা ডেনিম কারখানার সামনে অনেক লোকজনের জমায়েত দেখে মোটরসাইকেল দাঁড় করিয়ে তার ওপর বসেছিলেন। এসময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান, ওয়ার্ড বিএিনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে তাদের প্রায় অর্ধশতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা করে। খবর পেয়ে শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল-আমীন ও তার সহযোগীরা তাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদেরকে হামলা করে গুরুতর আহত করে।
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান জানান, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের নামে তিনিসহ কয়েকজন যৌথভাবে মেঘনা ডেনিম লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে ওয়ার্ক অর্ডার (কার্যাদশে) নিয়ে ঝুট ব্যবসা করে আসছেন। বুধবার তাদের ঝুট বের করা কথা ছিল। বিকেল থেকে শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল-আমীন এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধার নেতৃত্বে তাদের পায় ৪০/৫০ জন সমর্থক তাদেরকে ঝুট বের করতে বাধা দেয়। এসময় উভয়ের মধ্যে বাগবিতন্ডা হলে তাদের সমর্থকেরা আমাদের দু’জন সমর্থক রিয়েল ও জাকির মন্ডলকে হামলা করে আহত করে।
ঝুট ব্যবসার নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় মেঘনা ডেনিম লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন ও সমর্থকেরা ঘটনাস্থল থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ দেয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :