AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে ভূমি সেবা সংক্রান্ত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৪:১০ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
মোরেলগঞ্জে ভূমি সেবা সংক্রান্ত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ভুমি অফিসের আয়োজনে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় । অনুস্টানে  সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বদরুদ্দোজা। প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। 

সেমিনারে জাইকার উপজেলা কোঅর্ডিনেটর রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক অধ্যাপক জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোরেলগঞ্জের প্রতিনিধিবৃন্দ, ছাত্র, তরুণ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) মোঃ বদরুদ্দোজা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুন সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে ভুমি সেবার ধারনা, অফিসে না এসে ভুমির খাজনা অনলাইনে পরিশোধ, ভুমির প্রকৃত মালিকের নামজারি, ভুমি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

Link copied!