মৌলভীবাজার জেলার জুড়ীতে মাটি বহনকারী ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে আবু সাঈদ (৮)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় মাটি বহনকারী ট্রাকের চালক বাছিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল হক শিশুটিকে চাপা দিয়ে গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের গ্রামীন কাঁচা সড়ক দিয়ে সরকারি আইন অমান্য করে প্রতিদিন কয়েকটি ট্রাকে করে দিনরাত ফসলি জমির মাটি কাটছে একটি প্রভাবশালী মহল। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাগটেকা এলাকায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে তিন চালককে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। পরে চালকরা সড়কে এলোপাথাড়িভাবে ট্রাক রেখে সড়ক অবরোধ করে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি থেকে আটককৃত চালকদের ছিনিয়ে নেন। পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে শ্রমিক, মালিক ও জনপ্রতিনিধিদের সমন্বয় এক বৈঠক হয়।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিন চালক বাছিরপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে আব্দুর রহিম, হরিরামপুর গ্রামের জ্ঞান দত্তের ছেলে বিশ্বেশ্বর দত্ত এবং বাছিরপুর গ্রামের মনির মিয়ার ছেলে হেলাল মিয়াকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
প্রশাসনের জরিমানা করার একদিন না যেতেই আবারো অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে আনার সময় ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে শিশু আবু সাঈদের মৃত্যু হয়।
এ বিষয়ে জুড়ী থানর ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করেছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :