বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মো. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে ইসলামি মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যেন সমন্বিতভাবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, সেজন্য আল্লাহর সাহায্য চাই।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামের আমির আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে একটি স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ আমাদের সে পথ প্রদর্শন করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করছি, এবং এই ঐক্য ও সহাবস্থান আমাদের শান্তি ও উন্নয়নের ভিত্তি।’
ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে ড. শফিকুর রহমান বলেন, আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন। তিনি কোরআনের পতাকাতলে সবাইকে আসার জন্য আহ্বান জানান।
পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য প্রদান করেন।
এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হন।
একুশে সংবাদ/ক.ব/এনএস
আপনার মতামত লিখুন :