জুয়া খেলার সময় রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জাহিদ হাসান (২৪), হাছেন আলী (৪০), লুৎফর রহমান (৩৮), কাওসার হোসেন (২২), হাবিবুর রহমান (৩৫), আনোয়ার হোসেন (৩০) ও আছমত আলী (৪০)।
রাজীবপুর থানার এসআই আল হাসিব আরমান একুশে সংবাদকে বলেন, বুধবার দিবাগত রাতে উত্তর মরিচাকান্দি গ্রামে জাহিদ হাসানের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে টাকা দিয়ে তাস খেলার সময় জাহিদ সহ আরও ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৮ শত ৯০ টাকা জব্দ করা হয়েছে।
এতিনি আরও জানান,মাঝে মধ্যেই ওই বাড়িতে টাকা দিয়ে রাতের বেলা জুয়া খেলা হয়। বিভিন্ন গ্রামের জুয়াড়িরা এখানে আসে। রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :