AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে পলাশ রায় (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল পৌর এলাকার উকিল বাড়ি সড়কে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার নির্মানাধীন তিন তলা বিল্ডিং-এ নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে। 

নিহত পলাশ রায় শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় এলাকার প্রবীর রায় এর ছেলে। 

পলাশের সাথে একই বিল্ডিং-এ কাজ করা নির্মাণ শ্রমিক আবুল হোসেন মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার উকিল বাড়ি রোডের এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে আমরা কাজ করে দুপুরে খেয়েছি। খাবার শেষে পলাশ তিন তলার ছাদের বাইরে পানি ঢেলে হাত পরিস্কার করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলার ছাদের ভেতরে সটকে পড়েন।

ঘটনার পর তাকে দ্রুত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহযোগীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধা ৭টায় মুঠোফোনে বলেন, বিদ্যুতায়িত হয়ে আজ কেউ মারা গেছে বলে আমাদের জানা নেই। আপনার মাধ্যমে এখন জানলাম। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাতে পারবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!