রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গণির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
সকাল ১১টার দিকে খানখানাপুরে শহীদ পরিবারের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ফল উপহার হিসেবে তুলে দেন।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, “শহীদ আব্দুল গণি শুধু একটি পরিবারের নয়, গোটা জাতির গর্ব। তার আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রতি প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়ে আবেগাপ্লুত হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :