AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকা থেকে অজ্ঞাত (৪৫) পুরুষ ও একই দিন দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর থেকে আরেকটি অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মো: আব্দুল মাবুদ।

তিনি জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পৃথক দুইটি স্থানের শীতলক্ষ্যা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরো বলেন, রাত পৌনে ৯টায় পর্যন্ত উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে লাশ দুটির পরিচয় সনাক্ত করার কাজ চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!