গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :