AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জ উপজেলা তথ্য বাতায়নে বহাল শেখ হাসিনার ছবি


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৫:১৫ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
মাদারগঞ্জ উপজেলা তথ্য বাতায়নে বহাল শেখ হাসিনার ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় তথ্য বাতায়নে বিভিন্ন দপ্তরের কভারফটোতে বহাল শেখ হাসিনার ছবি। নেই গুরুত্বপূর্ণ অনেক দপ্তরের কর্মকর্তাদের নাম।

৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। ফলে দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে সবজায়গা থেকে সরানো হয়েছে শেখ হাসিনার ছবিসহ আওয়ামী আমলের দলীয় নানা ছবি কিংবা দৃশ্য। কিন্তু দেশের সব জায়গা থেকে সরানো হলেও মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা জাতীয় তথ্য বাতায়নের বেশ কয়েকটি সরকারি অফিসের সাইটের কভারফটোতে বহাল শেখ হাসিনার জনসমাবেশের হাসিমাখা ছবি।

সরকারি অফিসগুলোর মধ্যে উপজেলা শিক্ষা অফিস, উপজেলা সার্ভার স্টেশন, উপজেলা পোস্ট অফিস, উপজেলা পল্লী দারিদ্র্য  বিমোচন ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি অফিসের কভার ফটোতে শেখ হাসিনার ছবি বহাল দেখা যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ৫ আগস্টের পর অফিস থেকে শেখ হাসিনা ও শেখ মজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। অফিসে নিম্নমান সহকারী ফারুককে তথ্য বাতায়ন থেকে শেখ হাসিনার ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন কেন তথ্য বাতায়নে শেখ হাসিনা রয়েছে সে বিষয়ে ফারুককে শোকজ করবো। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম বলেন, উপজেলার সকল দপ্তরকে জানানো হয়েছে তথ্য বাতায়নসহ অফিস থেকে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য না এমন সকল ছবি সরিয়ে ফেলার জন্য। কোন দপ্তরে এমন ছবি থাকলে ওই কর্মকর্তা এর জন্য দায়ী থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন এটা দুইদিন আগে আমি অবগত হয়েছি, আপনারা হয়তো জানেন আমি জয়েন করেছি গত নভেম্বর মাসে, এটাতো আসলে তারও আগেই ঠিকঠাক করে ফেলার কথা এবং ৫ আগস্টের পরেই। বিভিন্ন সময়ে করা হয়নি, এটা জানারপর আমাদের দপ্তরের দপ্তর প্রধানদের বলেছি যাতে এ ধরনের কোন ফটো না থাকে যদিও ভুলবশত কোন অয়েবসাইটে দেখা যায় তা যেন সরিয়ে ফেলে।

একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!