AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৮:০৫ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে লেখাপড়ায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং তাদের জ্ঞানও ব্যাপক। তবে শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। তাই তরুণদের সর্বদা লেখাপড়ার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে, যেন তারা নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে তুলতে পারে।"

ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমি একসময় ঢাকা কলেজে পড়েছি, বলা যায় প্রাগৈতিহাসিক যুগে। ১৯৬৩-৬৫ ব্যাচে পড়াশোনা করেছি। আজকের পুনর্মিলনীতে সেই সময়ের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।"

 

তিনি আরও বলেন, "তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য। চিন্তাধারা, প্রযুক্তি এবং প্রজন্মের মধ্যে একটি বিশাল ব্যবধান সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দিনের স্মৃতি আজও জীবন্ত।"

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!