বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা ওয়াপদা বায়তুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ধর্মীয় বিধান মানলেই সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা যাবে।
তিনি আরো বলেন, সমাজকে সুষ্ঠু ও সুন্দর ভাবে গড়ে তুলতে হলে কুরআন ও হাদিস মেনে চলতে হবে। তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ১৭ জানুয়ার শুক্রবার রাতে মাওলানা মোঃ আল আমিন বিন হাসেমের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে তাফসির করেন বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধর্মীয় আলোচক আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম বিশেষ অতিথি হিসেবে তফসির পেশ করেন।
হযরত মাওলানা রবিউল ইসলাম, আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন। তাফসিরুল কুরআন মাহফিল শেষ দেশ ও জাতি উদ্দেশ্য মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :