চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি লালনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালী কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে বোয়ালখালী নাগরিক কমিটি।
এর উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, কাজী আল আমিন, জাবের ছাবেরী, আবু সুফিয়ান, পার্থ সারথী, রাজু দে, সাইফুদ্দিন, ওমর ফারুক, প্রভাস চক্রবর্তী, সুব্রত দত্ত, সাগর নাথ ও বিকাশ নাথ।
উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে স্থানীয় শিল্পীরা। আগতদের দর্শনার্থীদের আপ্যায়ন করা হয় পিঠা-পুলি দিয়ে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ সংস্কৃতি বাঙালিয়ানার সাথে আমাদের নাড়ির সম্পর্ক। যান্ত্রিক কলের আধুনিকতায় এ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার খাতিরে এসব সংস্কৃতি চর্চায় পারে বর্তমান প্রজন্মকে সুস্থ মানসিকতায় গড়ে তুলতে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :