AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০


ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

ফরিদপুরে ওয়াজ মাহফিলে উত্তেজনার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন। এ সময় অনেক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে জেলার নগরকান্দা উপজেলার সলিথা ও মিরকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সালিথা গ্রামের ওয়াজ মহফিলে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এর নেপথ্যে পূর্ব শত্রুতা। ওই ঘটনার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। আহতদের ফরিদপুর মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!