AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:১০ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
সীমান্তে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজলোর বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ  সীমান্তে দুদেশের স্থানীয় নাগরিকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটছে। শুরুতে কিরনগঞ্জ সীমান্তে এর সূত্রপাত হলেও বেলা ৩ টার দিকে তা চৌকা সীমান্ত র্পযন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তার লাভ কর।

দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছনে। র্বতমানে সীমান্তে থমথমে পরস্থিতি বিরাজ করছে। ১৮ জানুয়ারি (শনবিার) বেলা ১১ টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। বেলা তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। এই ঘটনায় কেউ আহত হয়ছেকিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশের সীমান্তে বিপুল পরমিাণ ফসলের ক্ষেত নষ্ট হয়েছে বলে জানয়িছেন স্থানীয় বাসিন্দারা।

বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তরে স্থানীয় বাসিন্দা মোঃ আলতাব হোসনে ও মোঃ মিজানুর রহমান বলেন, সকালে বিএসএফ সীমান্তে এসে বাংলাদশেরে নাগরিকদের আম গাছ কাটা শুরু কর। পরে বাংলাদেশিরা গিয়ে প্রতবিাদ জানায়। এরপর ভারতের কয়েকশো লোকজন হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে ধাওয়া কর। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মাঝে মাঝে বএিসএফ কাঁদানে গ্যাস ও ককটেল ছুড়ে মারতেছে আমাদরে দিকে। চৌকা সীমান্ত এলাকার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য মো. বাদশাহ বলেন বাংলাদেশ ঢুকে আমাদরে ধাওয়া দিয়েছিল। তাদের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র ছলি। পরে আমরাও ধাওয়া দিয়েছি। তখন বএিসএফ আমাদরে দিকে ককটেল ও টিয়ারশেল  নিক্ষেপ করে। আমি যখন ওখানে ছলিাম তখন ৯ টা টিয়ারশেল মেরেছিলো।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া গিয়ে পরস্থিতি স্বাভাবকি করার চেষ্টা করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হোয়াটসঅ্যাপ র্বাতায় বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, পরস্থিতি স্বাভাবকি করতে কাজ করছে বিজিবি সদস্যরা, ঘটনার বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানানো হবে।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!