AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"হোপ ফর চিলড্রেন" এর আয়োজনে শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ


Ekushey Sangbad
বাপ্পি খৃষ্টদাস, কালিয়াকৈর, গাজীপুর
০৪:০৮ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫

গাজীপুর জেলার কালিয়াকৈরে কালামপুর ৬ নং ওয়ার্ডে শনিবার (১৮ ই জানুয়ারী) সকালে “হোপ ফর চিলড্রেন” (HFC) এর আয়োজনে গরীব ও মেধাবী শিশুদের জন্য শিক্ষা উপকরন বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হোপ ফর চিলড্রেন (HFC) এর সোশ়াাল ওয়ার্কার (SW) সিস্টার সুজান বর্মন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালামপুর বিলিভার্স ইস্টার্ন চার্চ এর পুরোহিত ডিকন জয়দেব বর্মন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলিভার্স ইস্টার্ন চার্চ,ঢাকা ডায়োসিসের সম্মানিত ভিকার জেনারেল রেভাঃ ফাদার পিটার বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোপ ফর চিলড্রেন বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, কালিয়াকৈর পৌর যুবদল ৬ নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম হোসেন প্রমূখ। 

প্রধান অতিথি ফাদার পিটার বর্মন বলেন, হোপ ফর চিলড্রেন এর মধ্যদিয়ে কালামপুরে অসহায় শিশুদেরকে আজ শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে, গত দুই বছর যাবত হোপ ফর চিলড্রেন কালামপুর গ্রামের শিশু ও সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সহযোগীতা দিচ্ছে। শিশুদেরকে সরকার থেকে বিনামূল্যে বই দেয়া হচ্ছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে। হোপ ফর চিলড্রেন কালামপুর গ্রাম থেকে ২৫০ জন রেজিস্টার শিশুদের শিক্ষা উপকরন (খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, পানির বোতল) সহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। যাতে এই শিশুরা নিয়মিত স্কুলে যায়, পড়াশুনা করে। 

তিনি বলেন, হোপ ফর চিলড্রেন প্রকল্পের উদ্দেশ্য হলো, প্রতিটি শিশু তাদের অধিকার পাবে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক চরিত্রের অধিকার করে একটি সুন্দর জীবনে রুপান্তরিত করাই হোপ ফর চিলড্রেন প্রকল্পের উদ্দেশ্য। 

তিনি আরো বলেন, এই গ্রামের শিশুদের জন্য ফ্রি তে টিউশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোন শিশু অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তিনি আরও বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সকলের সহযোগিতা দরকার। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোপ ফর চিলড্রেন বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, হোপ ফর চিলড্রেন কালামপুর প্রোগ্রাম এর প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস, ডাঃ ঊষারঞ্জন কোচ, পরান চন্দ্র প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- কালামপুর গ্রামের ২৫০ জন গরীব শিশু, তাদের পরিবার ও এলাকাবাসী। পরে প্রধান অতিথি ২৫০ জন গরীব শিশুদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন। শিক্ষা উপকরনে পেয়ে শিশুরা খুবই আনন্দিত।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!