AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানছড়িতে সন্ত্রাসী হামলায় তিনজন আহত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:৩৬ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
পানছড়িতে সন্ত্রাসী হামলায় তিনজন আহত

খাগড়াছড়ি জেলার পানছড়ি আঞ্চলিক মহাসড়কের লতিবান প্রিন্সিপাল পাড়ায় মোটরসাইকেল আরোহীদের উপর অর্তকিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার ( ১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি থেকে পানছড়ি যাওয়ার সময় এঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুর রহিম (২৪) সে উপজেলার মধ্যনগর এলাকার স্হানীয় মোঃ মতিউর রহমানের ছেলে। মোঃ সোহাগ (২৩) সে কলোনি পাড়া এলাকার আলিনুরের ছেলে। মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২) সে  উপজেলার দমদম এলাকার আব্দুল কাদেরের ছেলে। এসময় তাদের কাছ থেকে মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাতে খাগড়াছড়ি থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষ করে রাত সাড়ে ১১টার দিকে আমরা তিনজন মোটরসাইকেলে করে পানছড়ি বাড়ির উদ্যােশে রওনা হই। লতিবানের প্রিন্সিপাল এলাকায় পৌছালে ছয় থেকে সাতজন সন্ত্রাসী আমাদের গতিরোধ করে অর্তকিত ভাবে আমাদের মারধর শুরু করে। এবং আমাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী আমজাদ হোসেন বাবু।

এলাকাবাসী সূত্রে জানায়, এমন ঘটনা নতুন কিছু নয়, প্রতিনিয়ত এ অঞ্চলের কোথাও না কোথাও এমন হামলার শিকার হচ্ছে। আমরা মনে করছি ঢাকার এনসিটিবির ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসীরা বাঙালিদের উপর এমন ঘটনা ঘটিয়েছে। জানতে পেরেছি ওদের কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে ও নেয়া হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি জসীমউদ্দীন জানান, প্রাপ্ত খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌছে পুলিশ, আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনা তদন্তে কাজ করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!