AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জে ডাকাতির মামলায় ৭ ডাকাত সদস্য গ্রেপ্তার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:২৫ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জে ডাকাতির মামলায় ৭ ডাকাত সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এছাড়া ওই ঘটনায় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।

এসময় তিনি জানান, ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান সনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। 

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারী রবিবার গভীর রাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খান রতনের মুন্সীগঞ্জের শ্রীনগরের শিবরামপুর গ্রামে দুই বাড়িতে ডাকাতি হয়। এতে ৮-১০ জন ডাকাত দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে হাত পা বেঁধে ডাকাতি করে। এসময় ডাকাতদের দুইজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো।

শ্রীনগর থানা সুত্রে জানা যায়, ডাকাতেরা সচিবের বাড়ি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার ও তার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে সেলিম খানের বড় বোন রওশন আরা বেগম বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!