AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় বোরো ধানের আবাদ শুরু


উল্লাপাড়ায় বোরো ধানের আবাদ শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরের প্রধান বোরো (ইরি) ধান আবাদ শুরু হয়েছে। কৃষক জমিতে নানা জাতের বোরো ধানের চারা লাগাচ্ছেন। উল্লাপাড়ায় বোরো ধানের ফসল কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ। উপজেলার সব মাঠেই কম বেশী জমিতে বোরো ধানের আবাদ করা হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্যেমতে এবারের মৌসুমে ৩০ হাজার ৩৫০ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধানের আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিভিন্ন এলাকার মাঠে এরই মধ্যে কৃষকেরা বোরো ধানের আবাদ শুরু করেছেন। ব্রি-ধান ৮৯ , ব্রি ধান ৯২ , ব্রি-ধান ১০২ , ব্রি-ধান ১০৫ , ব্রি-ধান ১০৮ জাতের ধানসহ আরো কয়েক জাতের ধান আবাদ হবে বলে জানা গেছে।

সেচ নির্ভর বোরো ধান আবাদে জমি তৈরী ও ধান লাগানোর পর পানি দিতে সেচ মেশিনগুলো চালু করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো ধান আবাদে জমি তৈরীতে পাওয়ার টিলারে তিন থেকে চারবার হালচাষ দিতে হচ্ছে। প্রথমে শুকনো জমিতে দুবার হালচাষ দিয়ে রাখা হচ্ছে । এর কদিন পর সেচ মেশিনে জমিতে পানি দিতে আরো দুবার হালচাষ করা হয়।


সলঙ্গা ইউনিয়নের রাণীনগর মাঠে কৃষক আ. কাদের মিয়ার জমিতে পাচশো টাকা দিন হাজিরায় চারজন কাটারী জাতের বোরো ধান চারা লাগানোকালে বলেন- দিন সাতেকের মধ্যে এলাকায় পুরোদমে বোরো ধান আবাদ শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন- এরই মধ্যে বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান আবাদ শুরু করেছেন। বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগাচ্ছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!