নওগাঁর মান্দায় আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৪ নং মান্দা সদর ইউনিয়নের মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা নিউ স্টার ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে চুয়াডাঙ্গা জেলা দল এবং হিলি দিনাজপুর জেলা দল অংশ নেয়। এ খেলায় ৪-২ গোলে চুয়াডাঙ্গা জেলা দল চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চাম্পিয়ন দলকে নগদ ৭০ হাজার টাকা ও রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা প্রাইজম্যানি প্রদান করা হয় । এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ঢাকা’র সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক বাবুল আকতার, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক তারেক মাহমুদ এবং মান্দা নিউ স্টার ক্লাবের সভাপতি হামিদুর রহমান শাহানা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু,সদস্য আবুল কালাম আজাদ এবং রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা নিউ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন আলী তালুকদারসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন শামীম পারভেজ তুহিন এবং নাজমুল হক টুটুল। আর খেলাটি পরিচালনা করেন রেফ্ররি সিরাজুল ইসলাম। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :