AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:২৯ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচীতে হামলা ও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারী) দুপুরে রাজশাহীর গণকপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ করে।

নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে ফেলার জন্য উগ্র সাম্প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এনসিটিবি ভবন ঘেরাও করে ও আদিবাসী গ্রাফিতিযুক্ত পাতা ছিড়ে ফেলার অপচেষ্টা করে। এতে করে আদিবাসীরা ১৪ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে আদিবাসী গ্রাফিতি পূর্নবহালের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে। ঘটনাস্থলে উগ্রসাম্প্রদায়িক সংগঠনটি আদিবাসী ছাত্র-জনতার উপর বর্বরোচিত হামলা চালায় ও গুরুতর যখম করে।

পরদিন ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে আদিবাসীদের ছত্রভংগ করে। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। আরো বক্তব্য রাখেন আদিবাসীনেতা আন্দ্রিয়াস বিশ্বাস আনু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার, রবিন হেম্ব্রম,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,মুস্তাফিজুর রহমান খান আলম,ন্যাপ সভাপতি রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,বক্তব্য রাখেন শ্যামল কুমার খালকো,যাদু কুমার দাসসহ আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!