AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য ‘জলের কথা’ সেমিনার


নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য ‘জলের কথা’ সেমিনার

নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার এলাকায়  জেলে পরিবারদের নিয়ে ‘জলের কথা’ অনুষ্ঠিত হয়। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের বৈদ্যের বাজার ঘাটে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "জলের কথা" শিরোনামের এই সেমিনারের আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা। অন্যান্যদের মধ্যে অত্র ইউপি সদস্য মাসুম মেম্বার, দেলোয়ার হোসেন (বাবু) মেম্বার, ফজলুল হক ভূঁইয়া, মনির হোসেন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পরিচালক প্রশাসন মোঃ রিয়াদ হোসেন (দাউদ) সাংবাদিক মোঃ আমির হোসেন, মোক্তার হোসেন, সামির সরকার তপনসহ আরও অনেকে। সেমিনারের সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসাইন এবং মহাসচিব মীযানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এদিনের আলোচনায় বক্তারা নদী সমূহের অবহেলা ও দূষণের কারণে পরিবেশ ও স্থানীয় জনগণের জীবনযাত্রায় যে মারাত্মক প্রভাব পড়ছে, তা তুলে ধরেন। বিশেষ করে নদীজীবী সম্প্রদায়, যারা জীবিকার জন্য নদীর ওপর নির্ভরশীল, তাদের অবর্ণনীয় সংকটের কথা তুলে ধরেন বক্তারা।

অপরিকল্পিত নদী ব্যবহারের ফলে নদীর গভীরতা হ্রাস, স্রোতের গতির পরিবর্তন, অবৈধ বালু উত্তোলন এবং শিল্প বর্জ্যের কারণে নদী পাড়ের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এ কারণে পানির নিরাপত্তা, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা বিপদগ্রস্ত হয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা বেশ কিছু সমাধান প্রস্তাব করেছেন -১. অবৈধ বালু উত্তোলন বন্ধ করা ২. শিল্প বর্জ্য যথাযথভাবে পরিশোধন করা ৩. জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ৪. শক্তিশালী পরিবেশ আইন বাস্তবায়ন।

এছাড়া, সম্প্রতি হাই কোর্টের রায়ে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা নদী রক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ব আরও বাড়িয়েছে। এই রায়ের মাধ্যমে নদী রক্ষায় সরকারের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

বক্তারা আরও জানান, নদীজীবী সম্প্রদায় ও তাদের জীবিকা রক্ষার জন্য সরকার, জনগণ এবং শক্তিশালী আইন প্রয়োজন। নদী রক্ষা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

উপস্থিত সকলের মধ্যে নদী সংরক্ষণে একতাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে একটি শক্তিশালী বার্তা প্রদান করে। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি নদী সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!