জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (১৯-২০ জানুয়ারী) ২ দিন ব্যাপি লক্ষ্মীপুর সদর উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনাফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সালেহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেনসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ স্টল প্রদর্শন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :