কোটচাঁদপুরে পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিল ফেলে পালালো ফেনসিডিল কারবারি। ঘটনাস্থল থেকে ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন কোটচাঁদপুর থানা পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর - সাবদারপুর সড়কের ডাকাত তলা নামক স্থানের রেললাইন উপর।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক( এসআই) আশিষ বলেন, সোর্সের মাধ্যমে জানতে পারি ফেন্সিডিল নিয়ে একটি মটর সাইকেল যোগে কোটচাঁদপুর শহরে আসছে। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে কোটচাঁদপুর - সাবদারপুর সড়কের ডাকাত তলা নামক স্থানে মটর সাইকেল তল্লাশি শুরু করি। এরপর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেল রেখে রেললাইনের উপর দিয়ে আসেন।
এ সময় তাকে ধাওয়া দিলে ফেনসিডিল কারবারি ফেন্সিডিলের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন জানিয়েছেন ওই কর্মকর্তা। পলাতক মাদক কারবারি নাম জুয়েল ওরফে শাহ আলম বলে জানা গেছে। তিনি কোটচাঁদপুর আর্দশপাড়ার মৃত সাগর ইসলামের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, অভিযান চালিয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।তবে আসামি পালিয়ে গেছেন। ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। এ ছাড়া পলাতক আসামি ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি কবির হোসেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :