AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস থেকে হেরোইন জব্দ


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:৩৪ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস থেকে হেরোইন জব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগছ বিওপি‍‍`র দায়িত্বপূর্ণ এলাকার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদকগুলো জব্দ করা হয়। 

বিজিবি জানায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পেদিয়াগছ বিওপি‍‍`র দায়িত্বপূর্ণ এলাকায় কর্মরত নায়েব সুবেদার মোঃ সৈবুর রহমানের নেতৃত্বে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৪৩১/৪-এস থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোষ্ট বসিয়ে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহি বাস এস আর পরিবহনে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় বাসের ভিতরে বাঙ্কারে ১টি শপিং ব্যাগ থেকে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি।

আটককৃত মাদকের মূল্য আনুমানিক ২০ লাখ ৭৪ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞোপ্তিতে জানানো হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!