বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। তাই বলতে চাই প্রভু নয় ভারত আমাদের বন্ধু হবে, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই। বিজিবির হাতে সীমান্তে কোন মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নাই বলেও হুমকী দেন তিনি।
তিনি রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলার বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, যুগ্ন আহব্বায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :