AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেনের ধাক্কায় নরসিংদীতে অটোচালকসহ ২জন নিহত


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১১:২৪ এএম, ২০ জানুয়ারি, ২০২৫
ট্রেনের ধাক্কায় নরসিংদীতে অটোচালকসহ ২জন নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ ২ জন নিহত হয়েছে।


নিহতরা হলেন, আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মো: আব্দুল মান্নাফ (৫০) ও মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মো: বাচ্চু মিয়া (৪৫)। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।


রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।


জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন বাচ্চু মিয়া। পাশেই বসা ছিলেন তার বন্ধু আব্দুল মান্নান। তারা দুজনে রিকশা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুজন মারা যায়। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিলেন না। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতে ঘটনাস্থল পৌঁছায়।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখতে পাই দুজন মারা গেছেন। নিহত দুইজনের মরদেহ দুইদিকে ছড়িয়ে ছিলো আর অটোরিকশাটি আরেকদিকে ছিলো। তারা পরস্পর একই বাড়ির। অসাবধানতাবশত পার হতে গিয়েই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনা সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং তাদের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে।


‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌একুশে সংবাদ////র.ন

Link copied!