``দেশপ্রেমে শপথ নিন-দুর্নীতিকে বিদায় দিন`` প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধনী পর্ব ও প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স রুমে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মূখ্য বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মীর আব্দুল ওয়াদুদ (সাহেব) এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহরিয়ার আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা-২ এর সহকারী উপ-পরিচালক (সজেকা) আমিনুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. খোরশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অমরেশ চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবিএম ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :