নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তারের সাথে সামাজিক সংগঠন "নান্দাইল উপজেলা নাগরিক ফোরাম" নেতৃবৃন্দের সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি)সকাল ১১ টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেতৃবৃন্দের সাক্ষাত অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম খান নাসিম ও সদস্য সচিব শামছ ই তাবরিজ রায়হানের নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ অলি,যুগ্ম আহবায়ক জাকির আহমেদ তুহিন,যুগ্ম সচিব মো.বিল্লাল হোসেন,এইচ এম এমদাদুল হক,সদস্য শাহজাহান ফকির,আর জে মিন্টু,মেহেদী হাসান মিম্মান প্রমুখ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির কাগজ পেশ করেন। উপজেলা নির্বাহী অফিসার সকল ভালো কাজের পাশে থাকবেন বলে সকলকে আশ্বস্ত করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :