AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইল স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীর বিচারের দাবীতে মানববন্ধন


নান্দাইল স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীর  বিচারের দাবীতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী (১১)কে যৌন হযরানি ও ধর্ষণ চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। সোমবার (২০ জানুয়ারি) উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের চিলাবাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রীর পরিবারসহ এলাকাবাসী এ ঘটনার অভিযোগ আমলে না নেওয়া পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপনসহ অভিযুক্ত হাদিস মিয়া (৫০)কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। 

এসময় বক্তব্য রাখেন ছাত্রীর বাবা তোফাজ্জল হোসেন,এলাকাবাসীর পক্ষে আনোয়ারুল ইসলাম,ডা.কামাল মোস্তফা ও নুরুল ইসলাম প্রমুখ। 

জানা গেছে,ওই ছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে। এছাড়া অভিযুক্ত হাদিস মিয়া একই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। 

গত ৩ জানুয়ারি সকালে ছাত্রীটি তার নিজ বাড়ির উত্তরপার্শ্বে গোসলখানার টিউবওয়েলে শাকসবজি ধুইতে যায়। এসময় হাদিস মিয়া ছাত্রীকে একা পাইয়া গোসলখানায় ঢুকে তাকে জাপটে ধরে এবং মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানিসহ টিউবওয়েলের পাড়ে শুয়াইয়া ধর্ষণের চেষ্টা করে। 

পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামচাপা দেওয়ার জন্য ছাত্রীর পরিবারকে অর্থনৈতিক প্রলোভন সহ ভয়ভীতি দেখিয়ে আসছে। 

এ বিষয়ে ছাত্রীর পিতা তোফাজ্জল হোসেন বলেন, তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। সুবিচারের আশায় রাস্তায় মানববন্ধনে দাড়িয়েছি। ধর্ষন চেষ্টাকারী দৃষ্টান্তুমূলক শাস্তির জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন ছাত্রীর পরিবার ও এলাকাবাসী। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ আহমেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, বাদী আসলেই মামলা নেওয়া হবে। 

 একুশে সংবাদ/ এস কে

Link copied!