বাগেরহাট জেলার ফকিরহাটে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি প্রতিষ্ঠানের পাঁচটি তুলার গুদাম, তোষক তৈরি কারখানাসহ অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার লখপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা সদর দফতরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বকর জামান।
তিনি জানান, পুড়ে যাওয়া প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ এণ্ড কটন রিফাইনিং মিলস এবং ইমন এন্টারপ্রাইজ এন্ড কটন মিলস। ফকিরহাট উপজেলার লখপুরে ২০১২ সালে প্রতিষ্ঠান দুটি গড়ে তোলা হয়।
মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ এন্ড কটন রিফাইনিং মিলসের মালিক মো. রফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসে জানানো হয়।
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠান দুটিতে দেড়শ শ্রমিক কাজ করেন। আগুনে ৫টি তুলার গুদাম, কারখানার নতুন ও পুরাতন মেশিনারিজ এবং অবকাঠামো পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে গুদামের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর দফতরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বকর জামান জানান, বাগেরহাট ও খুলনার ৪টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ইউনিটগুলো একটু দূরে থাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :