রস চোর চিনতে পারায় বে-কায়দায় পড়েছেন খেজুর গাছ মালিক রাসেল খন্দকার(৩২)। সোমবার দুপুরে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন সেই চোরেরা। বর্তমানে সে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভূক্তভোগী রাসেল খন্দকার বলেন,কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে আমার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। এ সময় তাদের গতিরোধ করলে,তারা রস নিয়ে চলে যান। আর বলে যান তোকে দেখে নিবো।
তিনি বলেন, রাতের ঘটনা আমি ভূলেই গিয়েছিলাম। রবিবার দুপুরে আমি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে,তারা আমার গতিরোধ করেন। বেধড়ক পেটাতে থাকেন, দা,রড,লাঠি দিয়ে । এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যান। পরে আমার স্বজনদের সহায়তায় আমি হাসপাতালে আসি। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজন তিনি চিনতে পেরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রাসেল খন্দকার। তিনি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আজিজুল হক খন্দকারের ছেলে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন,আহত ব্যক্তিকে দেখে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) আশিষ বলেন, ঘটনার পর ওনারা থানায় আসছিলেন। ওনাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :