টার্গেট ক্লাবের উদ্যোগে নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ভ্রাম্যমান সার্কাস খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর মধ্যপাড়া ঘোড়া দৌড় মাঠে এ ভ্রাম্যমান সার্কাস খেলা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকার কেরানীগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ থেকে আগত রওশন-সোনার বাংলা এবং লায়ন সার্কাসের ৬ জন খেলোয়ার বিভিন্ন রকমের খেলা দেখান। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
এসময় প্রধান অতিথি হিসেবে সার্কাস খেলার উদ্বোধন করেন,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ’পি সদস্য কামরুল ইসলাম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু এবং সুলতান আহমেদ প্রমূখ।
এসময় বিশিষ্ট ধান ব্যবসায়ী মোজাহার হোসেন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি হেলাল উদ্দিন, টার্গেট ক্লাবের সভাপতি কালাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :