মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন বালিগাঁও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেতু খুলে দেওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সেতুটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে৷ এখন চলছে দু`পাশে রেলিং ও সংযোগ সড়কের আনুষঙ্গিক কাজ৷ জনদুর্ভোগ এড়াতে সেতু চালু রেখে বাকি কাজটুকু করা হচ্ছে।
লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার শাখা নদীর ডহরি-তালতলা খালের উপর সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) কোম্পানি সাথে চুক্তিতে গত ২০২২ সালের ৮ ডিসেম্বর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়৷ কার্যাদেশে নির্মাণ কাজ সম্পন্নের সময়সীমা ২০২৪ সালের জানুয়ারিতে সময় বেঁধে দেয়া হলেও তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে৷ সময় স্ট্রেকশন হয়ে ২০২৪ সালের জুন এবং আগস্ট পারে সেপ্টেম্বর করা হয়৷ এর পর আবারও বাড়িয়ে ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত করা হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :