গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুরের সিএস ১০৬৯ নং দাগের ৭৯ শতাংশ জমি মুকসুদপুর থানা (পুলিশ ষ্টেশন) কর্তৃক বেআইনি দখল করে মার্কেট নির্মানের বিরুদ্ধে ভুক্তভোগী মালিক পক্ষের মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে মালিক পক্ষ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানব বন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী জমির মালিকেরা অংশগ্রহন করে।
জমির মালিকদের পক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন- মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু।
এ সময় মন্টু বলেন, ২০০৭ সালের ২০ এপ্রিল ওয়ান ইলেভেন সরকার আমাদের কিছু লোককে আটক করে এই জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমিতে প্রায় ২`শ মালিক আছে। আমরা অসহায় মানুষ। এই জায়গাটি অবৈধভাবে তারা দখল করেছে। আমরা, আমাদের জায়গা ফেরৎ চাই। আমরা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট এ বিষয়ে স্মারকলিপি প্রদান করবো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :