AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে বিদ্যুৎ সংযোগে বাধা, সেচের অভাবে কৃষিজমি চাষাবাদে ব্যঘাত


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০২:৩৪ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
শ্রীপুরে বিদ্যুৎ সংযোগে বাধা, সেচের অভাবে কৃষিজমি চাষাবাদে ব্যঘাত

সেচের পানির অভাবে চাষাবাদে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। পানির অভাবে মাঠজুড়ে অনাবাদি পড়ে থাকে বিস্তর চাষযোগ্য জমি। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থনৈতিকভাবে লোকসান গুনছেন কৃষক। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেলদিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাধা জটিলতার ঘটনায় পতিত কৃষি জমিতে চাষাবাদ করতে ব্যাঘাত ঘটেছে। প্রায় অর্ধশত বিঘা জমি সেচের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা।


স্থানীয় বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ ফকির শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত দুলাল ফকির মোঃ সাহাব উদ্দিন ফকির আওয়ামী যুবলীগের সদস্য মোঃ সাহাব উদ্দিন ফকির তার কাছে বিদ্যুৎ সংযোগের জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চাঁদাবাজির সুষ্ঠু কোন প্রমাণ তিনি দেখাতে পারেননি।


অভিযোগ সূত্রে জানা যায়, সরকারিভাবে অনুমোদিত একটি পল্লী বিদ্যুতের খুটি আব্দুল্লাহ ফকিরের জমিতে স্থাপন করা হলে, ঘটনার দিন ১৮ জানুয়ারি ২০২৫ সকাল ১০টার দিকে সাহাব উদ্দিন ফকির ওই খুটির জন্য তাকে ২ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন।


এ বিষয়ে আব্দুল্লাহ ফকির বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে অনুমোদন পেয়েছি। অথচ সাহাব উদ্দিন ফকির আমার কাছে টাকা দাবি করেছেন এবং টাকা না দিলে সংযোগ দিতে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন।"


এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আব্দুল্লাহ ফকির থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এলাকার জনগণ ও সংশ্লিষ্ট মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়ার অভিযোগ স্বীকার করলেও  চাঁদাবাজির ঘটনা অস্বীকার করছেন সাহাব উদ্দিন। তিনি বলেন, আমার জমিতে আমি ভবিষ্যৎতে বাড়ি করবো, তাই আমার জমির উপর দিয়ে বিদ্যুৎ এর তার সংযোগ স্থাপন করতে দিবো না।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,অভিযোগের প্রেক্ষিতে পুরিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছে এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!