AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু


মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩য় তলায় ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে।


কার্যালয়ের ভেতরে দেখা গেছে, কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা,খুলনা, বরিশাল, চট্রগ্রামসহ সকল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।


মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবি পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদভিত্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ২ হাজার ৫শ থেকে ৮ হাজার টাকা করা হয়েছে।


নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন হোসেন টুটুল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।


নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, কর্মচারী সংঘের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে।


মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন ফরম কিনে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মো. জামাল উদ্দিন জাহিদ বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী।


উল্লেখ্য, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি‍‍`র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।


‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌একুশে সংবাদ////র.ন

Link copied!