AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৭:১১ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গোপনে প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। খবর পেয়ে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাধা দেয়। এই ঘটনার পর, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে পাঁচবিবি উচনা ঘোনাপাড়া ভারত সীমান্তের মাত্র ১০ গজ অভ্যন্তরে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮১ নম্বর মেইন পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। বিএসএফের সদস্যরা সরঞ্জাম নিয়ে কাজ শুরু করলে, তারা প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া তৈরি করে ফেলেন।

এই বিষয়টি স্থানীয়রা বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানালে, বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণকাজে বাধা দেন। এর ফলে বিএসএফ সদস্যরা কাজ স্থগিত করে ফিরে যান।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির হাটখোলা বিওপির নায়েব সুবেদার শাজাহান আলীর নেতৃত্বে ৪ জন সদস্য ও বিএসএফ চকগোপাল ক্যাম্প কমান্ডার জিতেন্দ্র কুমারের নেতৃত্বে ৩ জন সদস্য সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৩৫ নম্বর সাব পিলার এলাকায় পতাকা বৈঠক করেন।

জানতে চাইলে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ গনমাধ্যমকে বলেন, তারা (বিএসএফ) ভুল স্বীকার করেছে, এটা আর করবে না বলে জানিয়েছে। তারা কিছু অংশ বেড়া দিয়েছিল, সেটি ওঠানোর ব্যাপারে বলা হয়েছে। তারা বলেছে এটি কোম্পানি পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারবে না। অধিনায়ককে বিষয়টি জানাবে বলেছে, আমিও তাদের অধিনায়ককে জানিয়েছি। অধিনায়ক নতুন এসেছেন, তিনি জায়গাটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেয়েছেন। আমরা একটি প্রতিবাদলিপি পাঠিয়েছি। 
 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!