বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ইউনিয়নের চর আলগি গ্রামের বাসিন্দা কৃষক আনোয়ার হোসেন মৃধা কে শুধুমাত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে বাড়ির পাশের বাহেরচর বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে ২০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বিকেল তিনটায় বাহের চর গ্রামের হানিফ আকনের পুত্র রিপন (২২), সাদ্দাম (১৮) এর ছাগল স্থানীয় কৃষক আনোয়ার মৃধার ফসলের ক্ষয়ক্ষতি করে। এ সময় কৃষক প্রতিবাদ করলে ছাগল মালিক সাদ্দাম কৃষকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য রিপন, সাদ্দাম ও তাদের মা সেতারা বেগমকে আহত সাজিয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয় নিয়ে স্থানীয় কামাল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র কৃষককে বেকায়দায় ফেলতে আহত হওয়ার নাটক সাজিয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কৃষক আনোয়ার মৃধা জানান, ঘটনা দিন তিনি শুধুমাত্র তার জমির ফসল রক্ষার জন্য ছাগল তারিয়ে প্রতিবাদ করেন, এতে রিপন ও সাদ্দাম মিলে আমার উপর হামলা করে আমাকে আহত করে। আমিও গুরুতর আহত হই। কিন্তু উল্টো আমার বিরুদ্ধে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :