খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি। মঙ্গলবার (২১ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আলোচনা সভায় অধ্যাপক পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘জাতির স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’
অনুষ্ঠান শুরু হয় খুলনা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অধ্যাপক পরওয়ার দৈনিক সংগ্রামের অর্ধশতাব্দীর সংগ্রাম ও সফলতার কথা তুলে ধরে বলেন, ‘দৈনিক সংগ্রাম সব প্রতিকূলতার মধ্যেও এগিয়ে গেছে। এর পথচলায় যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের ইমাম মাওলানা ইউসুফ আলী। শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের স্মরণে পরিবেশিত হয় দুটি বিশেষ গান।
সমাপনী বক্তব্যে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা অনুষ্ঠানের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দৈনিক সংগ্রামের এই দীর্ঘ যাত্রায় যারা পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে আমরা এগিয়ে যাব।’
সুবর্ণজয়ন্তীর এই আয়োজনটি খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় রূপ নেয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :