মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, ৪নং সিন্দুরখান ইউনিয়ন এবং ৬ নং আশিদ্রোন ইউনিয়নে অভিযান পরিচালন করা হয়েছে।
অভিযানে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের তালতলা নামক এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশোধিত ২০২৩ এর বিধান লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসসহ শ্রীমমঙ্গল থানা পুলিশের সদস্যরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, এবিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে আজ দিনব্যপী বিভিন্ন এলাকায় অভিযান, মামলা ও জরিমানা করেছি। ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :