AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করবে না’


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৭:৫৯ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
‘সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করবে না’

সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সীধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ। বুধবার (২২ জানুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এই সীধান্ত নেয়া হয়। এছাড়াও সভায় উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যেকোন ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না বলে জানানো হয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সভায় উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান হতে বিরত রাখতে কাজ করার ব্যাপারে দুই বাহিনী ঐক্যমত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সভায় সীমান্তে সংক্রান্ত যেকোন সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করার সীধান্ত হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন, মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!