AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১০:৩৮ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
গাজীপুরে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বিক্ষোভে যোগ না দেওয়ায় একটি কারখানায় শ্রমিকরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুজন আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার কামরাঙ্গীরচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এই হামলা চালায় বলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান।

তিনি বলেন, “মঙ্গলবারের একটি শ্রমিক বিক্ষোভে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা যোগ না দেওয়ায় আজকে বহিরাগত শ্রমিকরা সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে। কারখানা ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, সোমবার উপজেলার সফিপুর এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানা ছুটির পর শ্রমিক জহিরুল ইসলাম বাসায় ফিরছিলেন। নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় পৌঁছলে ছিনতাকারীর একটি দল তার সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই শ্রমিক তাদের বাধা দেয়। তখন ছিনতাইকারীর ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিকালে কাজ বন্ধ করে খুনি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু শ্রমিকরা তাতে সাড়া দেয়নি। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় হামলা করে। এ সময় তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়।

খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় দুই শ্রমিক আহত হলে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তা বিভাগের সুপারভাইজার মোহাম্মদ কামাল হোসেন বলেন, “মঙ্গলবার বহিরাগত শ্রমিকেরা প্রধান ফটকের কাউন্টারে হামলা করে। বুধবার এটিএস কারখানাসহ আশপাশের বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালায়। তাদেরকে বাধা দিলে আমাদের উপরও হামলা চালায় এবং গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে কারখানায় ভাঙচুর করে।”

ল্যাভেন্ডার গার্মেন্টসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ আবু জাফর জানান, “বহিরাগত শ্রমিকরা মঙ্গলবার কারখানা বন্ধ করার দাবিতে কারখানার প্রধান ফটকে এসে হামলা চালালে আমাদের শ্রমিকরা তাদের প্রতিহত করে। এর জের ধরেই আজকে সকালে বহিরাগত কয়েকশ শ্রমিক আমাদের কারখানায় এসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।”

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “হামলার ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!