AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে জব্দকৃত বিড়ি-সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করলো বিজিবি


শ্রীমঙ্গলে জব্দকৃত বিড়ি-সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করলো বিজিবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক জব্দকৃত ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৮ শত ৭০ টাকা মুল্যের ভারতীয় বিড়ি-সিগারেট ধংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলস্থ বিজিবি সেক্টর সদর দপ্তরে বিড়ি-সিগারেটগুলো আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর) সিলেট এর উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬) এর সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসাইন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম পাটোয়ারী প্রমুখ।

বিজিবি জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক গত ২১ আগস্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত ৪৬ বিজিবির অভিযানে ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি ৩৩ হাজার ৬ শত টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩শত ৭০ টাকা ও সিগারেট এর মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫শত টাকা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!