শেরপুর সদরের লছমনপুর দড়িপাড়া থেকে মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৯ হাজার বই উদ্ধার করে পুলিশ। এসময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বইগুলো বুধবার (২২ জানুয়ারি) রাত নয়টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে উদ্ধার করা হয়। আজ ২৩ জানুয়ারি দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক নয়টার সময় এক ট্রাক বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে গননা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়।
তবে প্রাথমিকভাবে জানা গেছে বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই। এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোন জেলার বই হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :